এটিকে নিয়ে ডার্বিতে মোহনবাগানকে খোঁচা লাল হলুদ সমর্থকদের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না-বাংলা অভিনেতা চিরঞ্জিতের এই বিখ্যাত সংলাপ বাঙালি ভুলবে না। আর বাঙালির আইএসএল ডার্বিতে ফিরল সেই ছবি।

এদিন মোহনবাগানের এটিকে না সরা নিয়ে ব্যাঙ্গ করে লাল হলুদ সমর্থকরা ট্রিফো করেন। সেখানে আছে চিরঞ্জিতের আঁকা ছবি যাতে লেখা ‘বউ হারালে বউ পাওয়া যায়, আর মা হারালে মা হারালে মা পাওয়া যায় না।’ এরপর একপ্রকার মমতা বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া লেখা উঠছে আর কই? আমরা কি আমাদের মাতৃসমা ক্লাব ফেরত পাবো না। এরপর একজন বিখ্যাত সাংবাদিকের ব্যাঙ্গাত্মক ছবি দিয়ে লেখা চিন্তা করিস না এটিকে উঠে যাবে।

এদিন ডার্বিতে ৩ নম্বর আর ৫ নম্বর গেটের বাইরে চোখে পড়ে মোহনবাগান সমর্থকদের রিমুভ এটিকে পোস্টার যদিও মাঠে এই সব নিয়ে পুলিশ ঢুকতে দেয়নি। এর আগেও ডার্বিতে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব পোস্টার চোখে পড়ে।