জেলা

জানিয়েও লাভ হয়নি, চাঁদা তুলেই কালভার্ট সারিয়ে নিলেন বাসিন্দারা

এনএফবি, জলপাইগুড়িঃ

কালভার্টের কাজ না হওয়ায় নিজেদের টাকা দিয়েই চাঁদা তুলে কালভার্টের কাজ শুরু করল ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ২০নং ওয়ার্ডের নিউটাউন পাড়া ও বোসপাড়ার বাসিন্দারা।
ওয়ার্ডের বাসিন্দারা জানান, পুরসভা ও কাউন্সিলরকে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই কয়েকজন নিজেদের মধ্যে চাঁদা তুলেই এই কাজ শুরু করে।

জানা গেছে, দীর্ঘ সময় ধরে এই এলাকা সংলগ্ন একটি হাইড্রেনের পাশে একটি কালভার্টের করুন অবস্থার কথা জানানো হয় পুরসভা ও ২০নং ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেবকে। কিন্তু কোনও ধরনের কাজ শুরু হয়নি। সামনেই বর্ষা। কালভার্ট যখন তখন ভেঙে যেতে পারে। তাই এদিন থেকে চাঁদা তুলে কাজ করার উদ্যোগ নিয়েছে ওয়ার্ডের বাসিন্দারা।

শুভ্রা দেব। নিজস্ব চিত্র

বিষয়টি নিয়ে কাউন্সিলর শুভ্রা দেব জানান, তিনি পুরসভায় কালভার্টের অবস্থার কথা জানিয়েছিলেন। কিন্তু পুরসভার আর্থিক অবস্থা ভালো না থাকায় কাজটি হয়নি। এরপর তিনি এলাকাবাসীর কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। এ বিষয়ে পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী বলেন, গোটা বিষয়টি তার অজানা। জানলে অবশ্যই কাজটি করে দিতেন।