প্রশাসনের হস্তক্ষেপে কাটলো বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের অচলাবস্থা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে গাড়ি বন্ধের জটিলতা কাটলো।পেট্রোলের দাম বৃদ্ধির কারণে গাড়ি চালিয়ে তাদের পর্যাপ্ত পরিমাণ খরচা তুলতে পারছিলেন না মালিকপক্ষ, বলে পাবলিক বাসস্ট্যান্ডের বাসের মালিকপক্ষের অভিযোগ। আর সেই কারণে বিগত তিনদিন ধরে বিভিন্ন রুটের গাড়ি বন্ধ রেখেছে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের মালিক কর্তৃপক্ষ। ফলক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেই অচলাবস্থা কাটলো মঙ্গলবার।

অমিতাভ ঘোষ, জেলা মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। নিজস্ব চিত্র

এদিন দুপুরে মালিকপক্ষের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের বৈঠক হয়। সেই বৈঠকে মালিকপক্ষ তাদের বিভিন্ন সমস্যার কথা প্রশাসনকে জানান। প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবার আশ্বাস দেওয়া হলে আশ্বস্ত মালিকপক্ষ আগামীকাল থেকে পুনরায় বাস পরিষেবা চালুর আশ্বাস দেয়।