এনএফবি, কলকাতাঃ
পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়ে সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয়। মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। শুক্রবার সেই মামলার শুনানি হয়। উভয় পক্ষের সওয়াল শুনে মানবাধিকার কমিশনের আর্জি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।