এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
৫ ই জুন অর্থাৎ রবিবার বিশ্ব পরিবেশ দিবস, আর এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রেয়াপাড়া এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এই দিন কয়েক হাজার বৃক্ষরোপনের পাশাপাশি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় বৃক্ষের চারাগাছ। মূলত পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়ন কে ধরে রাখতে বিজেপির এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিন বৃক্ষরোপণ কর্মসূচির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আসানসোলের বেশ কয়েকটি এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে তিনি বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আশ্বাস দেন, আমরা কথা দিচ্ছি আমরা এরাজ্যে ক্ষমতায় এলে পানীয় জলের সমস্যা সমাধান হয়ে যাবে।” পাশাপাশি শিল্প প্রসঙ্গে তিনি বলেন,”গত এক বছরে এই রাজ্যে একাধিক শিল্প বন্ধ হয়ে গিয়েছে, বেকারত্ব বেড়েছে দ্বিগুণ। বাম আমলে বেকারত্ব নিয়ে আমি সংগ্রাম করেছিলাম। সেই আমলের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে বেকারত্বের হার। কাজের তাগিদে বাইরের রাজ্যে কাটাতে হচ্ছে এই রাজ্যের মানুষ জনকে।”