ফিচাররাজ্য

মুখ্যমন্ত্রীর বাড়িতে আটক যুবকের ঘটনায় স্বামী মানসিক সমস্যায় আছে বলে দাবি স্ত্রী’র

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

ভুয়ো পুলিশ পরিচয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা থেকে ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের।

জানা গিয়েছে, কালীঘাটে আটক ওই ব্যক্তির নাম শেখ নুর আমিন (শেখ নুর আলম)। সন্দেহভাজন ওই যুবকের শ্বশুর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আলিগঞ্জ কসাইপাড়া এলাকায়।

ধৃতের স্ত্রী পুনম বিবি সংবাদমাধ্যমকে জানান, তাঁর স্বামীর মেন্টাল ডিস্টার্ব আছে।

উল্লেখ্য, শুক্রবার তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচি ছিল কলকাতার ধর্মতলায়। তাই নিয়ে ব্যস্ত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে শহর কলকাতায়। কিন্তু এরই মধ্যে সকাল বেলায় এক যুবককে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে আটকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। ধৃত পুলিশ পরিচয় দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলো। তৎক্ষনাৎ যুবককে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ধৃতের কাছ থেকে ভোজালি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র এরই সঙ্গে বিএসএফের বিভিন্ন লোগো ও পুলিশের কার্ড উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

যদিও ধৃত নূরের স্ত্রী জানান, তাঁর স্বামী মানসিকভাবে সমস্যায় রয়েছে এবং যেহেতু সেই ইন্টেরিয়ার কাজ করতো, তাই তার কাছে সেই ডকুমেন্টগুলো ছিল। এর বেশী জানিনা।