এনএফবি, নিউজ ডেস্কঃ
দেশে ক্রমবর্ধমান বেকারত্ব। আর খালি পড়ে আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে প্রায় ৯ লক্ষ শূন্যপদ। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে লিখত ভাবে এই পরিসংখ্যান জানান কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিংহ। মন্ত্রী জানিয়েছেন, ১ মার্চ ২০২০ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে শূন্যপদের সংখ্যা ৮ লক্ষ ৭২ হাজার ২৪৩টি। ১ মার্চ ২০১৯ পর্যন্ত ৯ লক্ষ ১০ হাজার ১৫৩টি শূন্যপদ ছিল। ২০১৮ সালের ১ মার্চ এই শূন্যপদের সংখ্যা ছিল ৬ লাখ ৮৩ হাজার ৮২৩।
একইসঙ্গে তিনি জানান, কেন্দ্রের তিন প্রধান নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন (SSC), ইইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(RRB) ২০১৮-১৯ এবং ২০২০-২১ অর্থবর্ষে ২ লক্ষ ৬৫ হাজার ৪৬৮টি নিয়োগ করেছে।
আরও পড়ুনঃ শীতলকুচিতে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত দোষীদের খোঁজে পুরস্কার ঘোষণা সিবিআইয়ের