সৌরভকে নিয়ে কোনো নেতিবাচক আলোচনা হয়নি বলছেন বোর্ড কর্তা

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বোর্ডের বৈঠকে আলোচনা হয় সঙ্গে সমালোচনাও হয় সৌরভের কাজকর্মের। এবার সেই বক্তব্য উড়িয়ে দিলেন বোর্ডের কোষাধক্ষ অরুন ধুমল।

আইপিএল গভর্নিং কাউন্সিলের হবু চেয়ারম্যান অরুণ ধুমল জানান, বৈঠকে ‘দাদা’-এর বিরুদ্ধে কেউ কোনও নেতিবাচক মন্তব্য করেননি।

সমালোচনা-অভিযোগ তো অনেক দূর। একইসঙ্গে তাঁর মন্তব্য, ”গত কয়েকদিন ধরে দেখছি সংবাদমাধ্যমে খবর ঘুরছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাকি বৈঠকে সাংঘাতিক আক্রমণ করা হয়েছে। অপমানিত হয়েছেন দাদা। তাঁর কাজের সমালোচনা করা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন সব ভিত্তিহীন। এমন কিচ্ছু ঘটেনি। দাদার বিরুদ্ধে কেউ একটাও কথা বলেননি। কোভিডকালে দাদা যেভাবে সবকিছু সামলেছে, বোর্ড পরিচালনা করেছে, সেটা তো স্বাভাবিকভাবেই দারুণ প্রশংসনীয়। অধিনায়কের মতো প্রশাসক হিসেবেও অতুলনীয় দাদা। বোর্ডে কেউ টানা দুটো টার্ম পরপর সামলায়নি তাই সৌরভকে আর দায়িত্ব দেওয়া হয়নি। এর বেশি কিছু না।’