এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দা এলাকায় বিজেপির এক দলীয় কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ মন্তব্য করেন, “আমাদের ধারণা এত কোটি টাকা একজনের নয়,বহু লোক এর সঙ্গে জড়িত, তাদের নাম আসা উচিত।”
প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘ এটাকা আমার নয় সময় এলে সব বলব’ সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন,”তাড়াতাড়ি বলুন সময় পার হয়ে যাচ্ছে, কেউ মুখ খুলছে না, তার বান্ধবী তো মুখ খুলে দিয়েছে। আর ওনাকেও মুখ খুলতে হবে, যারা ওনাকে ফাঁসিয়েছে তাদের নাম আসা চাই, আমাদের ধারণা এত কোটি টাকা একজনের নয়,বহু লোক এর সঙ্গে জড়িত।” অন্যদিকে সঞ্জয় রাউতকে নিয়ে তিনি বলেন, “এইরকম বহু বড় বড় নেতা রয়েছে, যারা বড় বড় কথা বলে, আসলে তারা বড় চোর, সময় আসছে তাদের কেউ ইডি এবং সিবিআইয়ের সামনে আসতে হবে এবং কোর্টের সামনে আসতে হবে।” পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল পরিমাণের টাকা উদ্ধার নিয়ে তিনি আবারও বলেন, “ওনার বড় পেট অনেক কিছু লুকিয়ে আছে।”