এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতারণার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । লক্ষীর ভান্ডারে ডাটা এন্ট্রির নাম করে জালিয়াতির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দেন বিডিও। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ঘটেছে ঘটনাটি।
পুলিশ জানিয়েছে ধৃত তিন যুবকের নাম নাজিমুল হক (২৭),সুভাষ রবিদাস(২৪)বিকাশ রবিদাস (২৫)। তিন জনের বাড়িই গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
অভিযোগ ,ধৃত তিন যুবক গঙ্গারামপুর ব্লকে অস্থায়ী ভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের ডাটা এন্ট্রির কাজ করতেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রথমে তারা ব্লকের লক্ষীর ভান্ডারের মেইল অ্যাড্রেস হ্যাক করে এবং পরে লক্ষীর ভান্ডার প্রকল্পের পোর্টালে ঢুকে প্রতারণা শুরু করে।অভিযোগ, ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে প্রকল্পের টাকা নয়ছয় করতেন তারা। এমন প্রতারণার ইঙ্গিত পাওয়া মাত্রই ব্লকের বিডিও বিষয়টি তদন্তে নামে এবং তার কাছে উঠে আসে এমন প্রতারণার ঘটনা। যার পরেই গঙ্গারামপুর ব্লকের বিডিও দেওয়া শেরপা ওই তিন যুবকের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করে ৭দিনের পুলিশি হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ।