স্থানীয়

পুলিশের গাড়ির ধাক্কায় আহত টোটো চালক, প্রতিবাদে পথ অবরোধ

এনএফবি,জলপাইগুড়িঃ

টোটোকে ধাক্কা মেরে পালালো পুলিশের গাড়ি, এই অভিযোগ করে পথ অবরোধ করা হয়েছে ৷আহত টোটো চালকের চিকিৎসার দায়িত্ব নিতে হবে পুলিশকে বলে দাবিও জানানো হয়েছে।

রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ৭৩ মোড় সংলগ্ন এলাকা একটি টোটোকে পেছন থেকে ধাক্কা মারে পুলিশের গাড়ি ৷ এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের ৷
এরপরেই আহত টোটো চালকের চিকিৎসার দায়িত্ব নেওয়া সহ ক্ষতিগ্রস্ত টোটো টিকে পুলিশকে মেরামত করে দিতে হবে বলে দাবি তুলে সাময়িক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ।

নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে এলাকাবাসী শুভাশিস সরকার বলেন, টোটো চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, আমার একদিকে যেমন আহত টোটো চালকের চিকিৎসার যেমন দাবি করছি, পাশাপাশি ক্ষতিগ্রস্ত টোটো টিকে সারিয়ে দেবার কথাও বলছি।

এদিন স্থানীয় টোটো চলোকেরা ও ঘটনার খবর পেয়েই ছুটে আসেন ঘটনাস্থলে।

নিজস্ব চিত্র