এনএফবি,জলপাইগুড়িঃ
মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের কয়েকশো টোটো চালক জলপাইগুড়ি পুরসভায় এসে বিক্ষোভে ফেটে পড়েন ৷ কারণ ইতিমধ্যেই গ্রামীণ এলাকার টোটোকে জলপাইগুড়ি শহরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
তবে পুজোর মুখে লাইন দিয়ে এক সঙ্গে অনেক টোটো পুরসভায় চলে আসায় শহরে সাময়িক যানজটের সৃষ্টি হয়।যাতে ক্ষতির মুখে পড়েন ছোটো থেকে বড় ব্যবসায়ীয়রা।
যদিও এই আন্দোলন প্রসঙ্গে বাহাদুর অঞ্চলের টোটো চালক বলেন, পুজোর সময় আমাদের শহরে ঢুকতে বাধা দেওয়ায় আমাদের রুটি রুজিতে টান পড়েছে তাই আমাদের আজকের এই বিক্ষোভ ।