এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বাড়ির মহিলদের পুরুষেরা ভূমি ও ভূমি সংস্কার সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি থেকে আলাদাই রাখে। তাই সারা রাজ্যের বেশিরভাগ মহিলাই ভূমি ও ভূমি সংস্কার বিষয়ক বিষয়গুলি সম্পর্কে অজ্ঞ। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার রাজ্যের মহিলাদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করবার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে ক্ষমতায় আসার পর থেকেই। সেই লক্ষ্যেই এবার স্বনির্ভর দলের মহিলাদের ভূমি ও ভূমি সংস্কার বিষয়ে পারদর্শী করে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুছায়া সভাগৃহে একদিনের ভূমি ও ভূমি সংস্কার বিষয়ক রিফ্রেশমেন্ট প্রশিক্ষণ দেওয়া হল স্বনির্ভর দলের মহিলাদের।এদিনের এই দীর্ঘক্ষণের শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার, দক্ষিণ দিনাজপুর জেলার ডি আর ডি সি সেলের ডেপুটি ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকরা।