এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
রাত পোহালেই পুরনির্বাচন ৷ পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পুরসভায় নির্বাচন হবে ৷ তবে তার আগে খড়্গপুর শহরে রয়েছেন দিলীপ ঘোষ ৷ তাই পুরভোটে রয়েছে অশান্তির আশঙ্কা ৷ এমনটাই মন্তব্য করলেন পিংলার বিধায়ক জেলা তৃণমূল কংগ্রেসের ইলেকশন কো-অর্ডিনেটর অজিত মাইতি ৷
প্রসঙ্গত বেশ কয়েক দিন আগে ভোট প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন কাঁচা বাঁশ কেটে রাখার, পাশাপাশি খড়্গপুর পুরসভার ভোট প্রচারে এসে শুভেন্দু অধিকারীর একাধিক মন্তব্যের জেরে পুরভোটে অশান্তির আশঙ্কা করছে তৃণমূল ৷ এই বিষয়ে অজিত মাইতি বলেন, “আমি দিলীপ বাবুর মত ওই রকম মন্তব্য করব না, তবে সাধারণ মানুষ তৈরি রয়েছে ৷ আমরা প্রতিরোধ করব ৷ পাশাপাশি সমস্ত বিষয়ের দিকের ওপর নজর রাখতে বলেছি প্রশাসনের কর্মকর্তাদের ৷ পাশাপাশি জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও ৷ “
অন্যদিকে বিজেপির বক্তব্য তৃণমূলের সন্ত্রাস ও ভোট লুট করা সম্পূর্ণভাবে মোকাবিলা করার হিম্মত রয়েছে দিলীপ ঘোষের তাই ওরা আবোল তাবোল বকছে ৷ সব মিলিয়ে পুর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে পারদ ঊর্ধ্বমুখী।