এনএফবি, মুর্শিদাবাদঃ
পুরসভার কাজে বেনিয়মের অভিযোগ ঘিরে বচসা থেকে হাতাহাতি। আক্রান্ত টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি। অভিযোগের তীর পুর প্রশাসক মোজাহারুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জঙ্গিপুর পুরসভার ৭নং ওয়ার্ডে ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে যান টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ফিরোজ সেখ। সেখানে তিনি বেনিয়মের অভিযোগ তোলেন। তা থেকে শুরু হয় বচসা। বচসা চুড়ান্ত পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় আক্রান্ত হন ফিরোজ।
এই আক্রমণের প্রতিবাদে বেশ কিছুক্ষণ রঘুনাথগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ফিরোজ অনুগামীরা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। একই সঙ্গে রাজ্যের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী টাউন সভাপতিকে হুমকি এবং আক্রমনের অভিযোগ তোলেন চেয়ারম্যান (পুর প্রশাসক)-এর ছেলে এবং নির্মান ঠিকাদারের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুর প্রশাসক অনুগামীরা। পুর ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।