এনএফবি, জলপাইগুড়িঃ
নিজেদের স্বল্প সঞ্চয় থেকে কিংবা ঋণ নিয়ে অতি কষ্টে আলু চাষ করেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। বর্তমানে আলু গাছ অনেকটা বড় হয়ে গেলেও, বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না চাষিদের। কোথাও ঝলসে গেছে আলু গাছ কোথাও আবার গাছের গোড়ায় পচন ধরেছে, যা নিয়ে দুশ্চিন্তায় আলু চাষীরা।
চাষীদের অভিযোগ, ভেজাল সারের জন্যই আলু গাছের এমন অবস্থা হয়েছে। বিঘা প্রতি প্রায় ৪০ হাজার টাকা খরচ করে আলু চাষ করতে হয়েছে তাদের। তাদের দাবি, একদিকে যেমন গাছ নষ্ট হচ্ছে, তেমনি বর্তমানে আলুর বাজারদর যা রয়েছে তাতে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়বে। সামনেই আলু তোলার সময় আর এই সময় গাছের এমন অবস্থা হলে ফলন কম হবে। স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এই এলাকার আলু চাষীদের।
এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিকের কথায়, গত কয়েক বছর থেকে আমরা আলু চাষ করছি কিন্তু এমন পরিস্থিতি কোনদিন হয়নি। সারের জন্য গাছ ঝলসে যাচ্ছে গোড়া পচে যাচ্ছে এমনকি ফলন হচ্ছে না ঠিকঠাক। অনেক ঋণ নিয়ে আলু করেছি এমন অবস্থা চলতে থাকলে কৃষকরা সর্বস্বান্ত হতে হবে। সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের কিছু অনুদান প্রদান করে।