এনএফবি , পূর্ব মেদিনীপুরঃ
এক পায়ে ভর দিয়ে প্রতিবন্ধী বাবা হেঁটে চলেছে রাস্তায় রাস্তায়। হাতে ছেলের ছবি, চোখে জল। আগের সপ্তাহ থেকে খুঁজে পাচ্ছেন না নিজের ছোট ছেলেকে। ছেলেকে খুঁজে পাওয়ার আশায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করে ছিলেন তিনি। কিন্তু মেলেনি ফিরে পাওয়ার কোনও আশ্বাস।
রামনগর থানার দক্ষিণ সিতলার চাউলখোলার বাসিন্দা নন্দকুমার শ্যামল, বর্তমানে তার একমাত্র ছেলে শঙ্কর শ্যামল মন্দারমনিতে মাসাজের কাজ করতো, আগের সপ্তাহ থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় সে।
বাবা জানালেন তার ছেলে হারিয়ে যাওয়ার কথা নয়। কারন কর্মসূত্রে প্রায়সই মান্দারমনি যাতায়াত করতো সে। রামনগর থানা ও মান্দারমনি থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন। কয়েকদিন পুলিশের উপর আস্তা রেখেও কোনো খোঁজ পায়নি ছেলের।
পরে বাধ্য হয়ে ছেলের ছবি বুকে আঁকড়ে একপায়ে ভর দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন প্রতিবন্ধী ওই বাবা। ভ্যবিষ্যতে বেঁচে থাকার তার কাছে একমাত্র রাস্তা হারিয়ে যাওয়া এই ছেলেটি। কারন বিগত কয়েক বছর আগে বড় ছেলেকেও হারিয়ে ফেলেছেন তিনি। তাকেও পাওয়া যায়নি অনেক খোঁজ করার পর। পরে আবারও ছোটো ছেলেকে হারিয়ে নিসঙ্গ হয়ে পড়েছেন তিনি।তবে পর পর দুই ছেলের এমনই রহস্যজনক ভাবে হারিয়ে যাওয়া ঘটনায় হতবাক অনেকেই।
বড়ছেলে হারিয়ে যাওয়ার পর ছোটছেলেকে অবলম্বন করে জীবনে বেঁচে ছিলেন তিনি হঠাৎ করে সেই ছোট ছেলেকেই আবার খুঁজে চলেছেন অসহায় প্রতিবন্ধী বাবা। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। শংকর শ্যামল বিয়েও করে ছিল পরিবারে তার সন্তান ও স্ত্রী ও রয়েছে।
তবে এই প্রতিবন্ধী পিতার জীবন যন্ত্রণার কাহিনী হতবাক করেছে এলাকার মানুষকে।
রামনগর চাউলখোলা বালিসাই বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে তিনি খোঁজ করে চলেছেন তার ছেলেকে। প্রতিবন্ধী হয়েও কষ্ট করে তিনি খুঁজে বেড়াচ্ছেন তার শেষ অবলম্বকে। কবে ছেলেকে খুঁজে পাবেন, সেই অপেক্ষায় দিন গুনছেন বাবা।