স্থানীয়

সেপটিক ট্যাংকের স্যাটারিং খুলতে গিয়ে মৃত্যু দুই শ্রমিকের

এনএফবি,কোচবিহারঃ

নির্মীয়মাণ সেপটিক ট্যাংকের স্যাটারিং খুলতে গিয়ে মৃত্যু হল ২ শ্রমিকের। আজ কোচবিহার ২ নম্বর ব্লকের পেস্টারঝার এলাকায় কালিদাস দেবনাথ নামক এক ব্যক্তির বাড়িতে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মৃত দুই শ্রমিকের নাম বিজয় সরকার (৪৫) ও প্রণব সরকার(৩৯)। তাঁদের বাড়ি ওই এলাকারই চাপাগুড়ি গ্রামে। স্যাটারিং খুলতে ট্যাংকের ভিতরে প্রবেশ করলে ওই দুই শ্রমিকই অসুস্থ হয়ে পরে। খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে ছুটে গিয়ে মৃত ওই দুই শ্রমিককে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুন্ডিবাড়ি থানার পুলিশও। মৃত শ্রমিকদের দেহ ময়না তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেস্টারঝাড় এলাকার বাসিন্দা কালিদাস দেবনাথের বাড়িতে মাটির নীচে সেপ্টিক ট্যাংক বানানোর কাজ চলছিল। এদিন স্যাটারিং মিস্ত্রি বিজয় সরকার ও তাঁর সহযোগী প্রণব সরকার ওই ট্যাংকের স্যাটারিং খুলতে আসেন। প্রথমে বিজয় বাবু ট্যাংকের ভিতরে যান। কিন্তু সেখানে ঢুকতেই অসুস্থ বোধ করেন। কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে নীচে পড়ে যান। তা দেখে তড়িঘড়ি সেই ট্যাংকের ভিতরে ঢোকে প্রণব। তিনিও ঠিক একইভাবে অসুস্থ হয়ে নীচে পড়ে যান। এরপর কোমরে দড়ি বেধে ওই বাড়ির একজন লোক নীচে নামার চেষ্টা করেন। কিন্তু তিনি অসুস্থ বোধ করতে শুরু করলে দ্রুত তাঁকে টেনে বের করে নিয়ে আসা হয়। পরে স্থানীয় বাসিন্দারা দমকল ও পুন্ডিবাড়ি থানায় খবর দিলে তাঁরা এসে ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।