এনএফবি, কলকাতাঃ
ইতিহাসের পাতায় জায়গা করে নিতে চলছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি।
স্পেন সফরের পর শারীরিক অসুস্থতার কারণে একবারও নবান্নে যেতে পারেন নি মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রামে আছেন। আগামীকাল বৃহস্পতিবার সেখানেই রাজ্য মন্ত্রীসভার বৈঠক ডাকলেন তিনি।
সম্ভবত দেশে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আবাসনে বসতে চলছে মন্ত্রীসভার বৈঠক।
করোনাকালীন সময়ে বিশেষ পরিস্থিতিতে কোনও কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর আবাসনে বসছে মন্ত্রিসভার বৈঠক। তবে সেগুলি সবই ছিলো সরকারি আবাসন। ব্যক্তিগত বাড়িতে বৈঠক এই প্রথম।
প্রসঙ্গত উল্লেখ্য, এর পূর্বেও মন্ত্রীসভার বৈঠক নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্তে নজির গড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাংলোয় সিবিআই হানার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। টানা কয়েক দিন সেই ধর্না চলেছিল। তার মধ্যেই এক দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মেট্রো চ্যানেল লাগোয়া কলকাতা পুলিশের আউট পোস্টে।