বারাসাতে হাসপাতাল প্রতিষ্ঠার দশক পূর্তি উদযাপন ঘিরে নানা অনুষ্ঠান

ইন্দ্রাণী সেনগুপ্ত, বারাসাতঃ

নানা অনুষ্ঠানে দশ বছর পূর্তি উদযাপন করল নারায়াণা হাসপাতাল। এই উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং দু’দিন-ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

জানা গেছে, ৩ জানুয়ারি ২০২৪ নারায়াণা হাসপাতালের বারাসাত ইউনিটের ১০ বছর পুর্তি হয়।

উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত বারাসাতের কেন্দ্রস্থলে অবস্থিত এই বেসরকারি হাসপাতাল গত এক দশক ধরে এলাকার স্বাস্থ্য পরিষেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ক্যাথ ল্যাব, কার্ডিয়াক সার্জারি এবং মিনিম্যালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) এবং TAVI-এর মতো অত্যাধুনিক চিকিৎসার সুবিধা এই হাসপাতালে পাওয়া যায়। যা এলাকার চিকিৎসা পরিষেবায় এক নতুন মাত্রা যোগ করেছে। রোগীর সামগ্রিক যত্নের প্রতিশ্রুতি-সহ নারায়াণা হাসপাতাল তাদের অসংখ্য সাফল্যের দৃষ্টান্ত তৈরি করেছে। রোগীদের দ্রুত সুস্থ করে তাদের স্বাভাবিক জীবনের ছন্দে ফিরিয়ে দিয়েছে। জরুরী, ট্রমা এবং ক্রিটিক্যাল কেয়ারে হাসপাতালের বহু-বিভাগীয় পদ্ধতি অগণিত জীবন বাঁচাতে সহায়ক হয়েছে।