এনএফবি, কলকাতাঃ
অন্তত্য সংকট জনক বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার ৷ বৃহস্পতিবার বাংলা চলচিত্র জগতের এই প্রবাদ প্রতিম চিত্র পরিচালককে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকট জনক বলে জানা গেছে ৷ তা শুনেই হাসপাতালে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী ৷
বেশ কয়েকদিন ধরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন তরুণ মজুমদার ৷ আচমকা শারীরিক অস্থিরতা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ হাসপাতাল সূত্রে জানা গেছে মূলত কিডনির সমস্যা রয়েছে তাঁর , পাশাপাশি হার্টের সমস্যাও রয়েছে ৷ চেস্ট ইনফেকশন হওয়ায় শ্বাসকষ্ট জনিত সমস্যাও দেখা দিয়েছিল এই বর্ষীয়ান পরিচালকের ৷ কোভিড পরীক্ষা হলে রিপোর্ট নেগেটিভ আসে ৷চিকিৎসক সোমনাথ কুন্ডু , মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ,নেফ্রোলজিস্ট অর্পিতা রায় চৌধুরী,কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ৷