এনএফবি, মুর্শিদাবাদঃ
বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে ঝাড়খন্ডের গোড্ডা হয়ে ফরাক্কার উপর দিয়ে আদানি গোষ্ঠীর হাইটেনসন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কায়। রবিবার গ্রামবাসীদের সঙ্গে কার্যত তুমুল বাকবিতণ্ডা হয় আদানি গোষ্ঠীর। ঘটনাটি ঘটেছে ফরাক্কার জাফরগঞ্জে দাদনটোলা গ্রামে।
অভিযোগ, গ্রামবাসীরা তাদের নিজস্ব জমির উপর দিয়ে হাইটেনসন তার নিয়ে যেতে বাধা দেন। আর যা ঘিরেই বাধে বিপত্তি। পুলিশি জুলুমের অভিযোগ তুলে গাছে পোস্টার লাগান গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে বিষয়টি বোঝাতে আসেন ফরাক্কার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। যদিও এলাকার বাসিন্দাদের আয়ের একমাত্র উৎস আম ও লিচু। চাষিদের উচ্ছেদ করে জমির উপর দিয়ে তার নিয়ে যেতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন গ্রামবাসীরা।
উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেদেশে বিদ্যুৎ সরবরাহ করতে ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা থেকে মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগর ও বেনিয়াগ্রাম জিপির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আদানি গ্রুপের কর্তারা। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, হাইটেনসন তার তাদের জমির উপর দিয়ে নিয়ে গেলেও তাদের জানানো হয়নি। পর্যাপ্ত ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরেও সেই নির্দেশকে অমান্য করে কাজ চালাচ্ছেন কর্তারা। শুধু তাই নয়, আন্দোলন করার জন্য ও তার নিয়ে যেতে বাধা দেওয়ায় তাদের উপর কেস করা হয়েছে বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। সার্বিক বিষয় নিয়ে এদিন উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী।