সাক্ষাৎকার

সবাই মিলে লড়াই করেছিঃ অরিন্দম

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ডার্বি তে তার গোলকিপিং দেখে অনেকে সমালোচনা করেছিল। কিন্তু মুম্বই এফ সির বিরুদ্ধে অরিন্দম ভট্টাচাৰ্যর গোলকিপিং দেখে মুগ্ধ সকলে।
ম্যাচের পরে দলের উজ্জীবিত পারফরম্যান্স নিয়ে কী বললেন দলের গোলকিপার ও অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য, জেনে নেওয়া যাক।

এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়া নিয়ে কী বলবেন?

উত্তরঃ কঠিন ম্যাচ ছিল। ছেলেরা উজ্জীবিত ছিল। রেনেডি ভাই সবাইকে উজ্জীবিত করার কাজটা খুব ভাল ভাবে করেছে। সেটা মাঠেই দেখা গিয়েছে। আমরা সবাই মিলে লড়াই করেছি। যদিও এখনও একটাও ম্যাচ জিততে পারেনি। তবে ধাপে ধাপে আমরা উন্নতি করছি।

দশ জন ভারতীয়কে নিয়ে প্রথম এগারো নামানোয় কী বার্তা ছিল?

উত্তরঃ এর মানে আমরা, ভারতীয়রাও ভাল খেলতে পারি। যদিও আমাদের দলে ভাল বিদেশি আছে এবং তারা তফাৎ গড়ে দিয়েছে। চিমা ভাল খেলেছে। ড্যারেন পরের দিকে নেমে দারুণ খেলেছে। আমির কত ভাল ফুটবলার, তা আপনারা জানেন। তবে কোচ ভারতীয়দেরই বেছেছে। ওরা যে ভাল খেলেছে, সে জন্য আমি খুশি।

জয় এখনও অধরা আপনাদের। তা সত্ত্বেও দলের মেজাজ কেমন?

উত্তরঃ খুবই ভাল। রেনেডি ভাই এসে সবার সঙ্গে কথা বলার পরে অনুশীলনেও যেমন সবাই খুবই পরিশ্রম করছে, ম্যাচেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্য লড়ছি।