ক্রীড়া

বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ!

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

২০২৩ বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ! শনিবার যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে হেরে গেল দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। সঙ্গে সঙ্গেই দাঁড়ি পড়ে গেল ক্যারিবিয়ানদের এবারের বিশ্বকাপ খেলার স্বপ্নে।

ব্র‍্যান্ডন ম্যাকমুলেনের (৩/৩২) আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৬০ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। স্কোর ৮১/৬ হয়ে যাওয়ার পর কিছুটা রুখে দাঁড়ান জেসন হোল্ডার (৪৫) ও রোমারিও শেফার্ড (৩৬)। কিন্তু তাতেও ১৮১ রানের বেশি তুলতে পারেনি তারা। স্কটিশদের ইনিংসে ব্যাট হাতেও সফল ম্যাকমুলেন (৬৯)। তিনি ও ম্যাথু ক্রস (৭৪ অপরাজিত) দলকে ৪৩.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে দেন।

উল্লেখ্য, ২০২২ টি-২০ বিশ্বকাপেরও মূলপর্বে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হেরেছিল স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এবারের যোগ্যতা অর্জন পর্বেও তাদের হারতে হল জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিরুদ্ধে।