ফিচাররাজ্য

সিবিআই কেন শুভেন্দুকে ডাকছেনা, প্রশ্ন কুণালের

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

আগামী ২৮ শে মে হলদিয়ায় আইএনটিটিইউসির ডাকে শ্রমিক সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই আগে বৃহস্পতিবার বিকেলে মহিষাদল রথ তলা প্রাঙ্গণে মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সহ আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ আরও নেতা নেত্রীত্ব।

সভায় উপস্থিত হয়ে কুণাল ঘোষ বলেন, বিরোধী দলনেতা নিজের গলায় বকলেস পরে বিজেপির নামে ঘেউ ঘেউ করছে। কয়লা পাচার কাণ্ডে সওকত মোল্লাকে সিবিআই তলব প্রসঙ্গে কুণাল বলেন যে ইস্যু গুলো বিজেপি নির্বাচনের আগে থেকে কুৎসার নামে চালাচ্ছিল সেগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিজেপি প্রতিহিংসার নামে এইগুলো করছে সেটা দলের কাছে স্পষ্ট।

YouTube player

তিনি আরো বলেন যে রাজ্যপাল কেনো সিবিআই কে ডাকছেন না? যে সিবিআইয়ের লিস্টে প্রথম নাম শুভেন্দু অধিকারীর, তিনি কিভাবে ঘুরে বেড়াচ্ছেন?তাকে সিবিআই কেনো অ্যারেস্ট করছেনা।

সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ। নিজস্ব চিত্র