ওড়িশা জয় আত্মবিশ্বাস বাড়াবে বলছেন জুয়ান

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

গত দু’সপ্তাহে সাফল্যের মুখ দেখতে না পাওয়ার পর শনিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয় পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। শনিবার ওড়িশাকে ২-০-য় হারানোর পরে তিনি জানান বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে এই জয় খুবই জরুরি ছিল তাঁদের।

এ দিন অসাধারণ ও দাপুটে জয় অর্জন করে নেয় গতবারের সেমিফাইনালিস্টরা। অস্ট্রেলীয় অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রিয়স পেট্রাটসের জোড়া গোলেই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় সবুজ-মেরুন বাহিনী। এই জয়ের ফলে লিগ টেবলে তিন নম্বরে চলে এল সবুজ-মেরুন বাহিনী। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াল আট পয়েন্টের।

ম্যাচের পর সাংবাদিকদের ফেরান্দো বলেন, “গোলের সুযোগ তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আজ পাঁচটা শট গোলে রেখেছিলাম। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া আমাদের কাছে খুবই জরুরি ছিল। আজ বেঙ্গালুরু যে ভাবে জিতেছে, তার পরে বোঝাই যাচ্ছে দলগুলোর মধ্যে এ বার সেরা জায়গায় যাওয়ার জন্য তুমুল লড়াই শুরু হয়েছে, যাতে তারা প্লে অফে খেলতে পারে। আমাদেরও সেটাই লক্ষ্য।”

এ দিন ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন পেট্রাটস। ৮০ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন তিনি। পেট্রাটস গোল করলেও এ দিন দুর্দান্ত ফর্মে ছিলেন হুগো বুমৌস, আশিস রাই, গ্ল্যান মার্টিন্স, মনবীর সিং ও আশিক কুরুনিয়ান। আশিস, শুভাশিস, কার্ল ম্যাকহিউ, আশিক, গায়েগোরা একটি করে গোলের সুযোগ তৈরি করেন। হুগো বুমৌস একাই তিন-তিনটি গোলের সুযোগ তৈরি করেন।

অস্ট্রেলীয় তারকার জোড়া গোল ও দলের আক্রমণ প্রবণতা নিয়ে কোচ বলেন, “দিমিত্রিকে ফরোয়ার্ড লাইনে আশিকের সঙ্গে খেলালে অন্য রকম খেলে। আশিক, লিস্টনদের আরও জায়গা তৈরি করা প্রয়োজন। আশিক ভিতরে ঢুকে পড়ে এবং দিমিত্রি তখন ফাঁকা জায়গা দিয়ে আক্রমণে উঠতে পারে। সে জন্যই হুগো আর দিমিত্রি আজ একই লাইনে খেলছিল। আক্রমণে ওঠার মতো আরও একজন ফুটবলার আমাদের দলে ছিল। সেও যাতে ভিতরে ঢুকে আসতে পারে, সে জন্যই পরিকল্পনাটা করেছিলাম আমরা। এই ম্যাচে দলের পারফরম্যান্স আজ ভাল হয়েছে। এ বার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আমাদের।”

গোলের সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে রোজই প্রশ্নের সন্মুখীন হতে হচ্ছে সবুজ-মেরুন কোচকে। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। এ দিন এই প্রসঙ্গে ফেরান্দো বলেন, “আমাদের লক্ষ্য প্রতি ম্যাচে গোল করা ও জেতা। সে জন্য যথাসম্ভব বেশি গোলের সুযোগও তৈরি করতে হবে আমাদের। আজ মনবীর, আশিক, হুগো একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছে। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আশা করি, ছেলেদের মানসিক অবস্থা গত দু’সপ্তাহের চেয়ে ভাল থাকবে। এখন বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচে ফোকাস করা উচিত। কারণ, আগামী সপ্তাহে আমরা ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলব। আজকের ম্যাচের ফল আমাদের আত্মবিশ্বাস নিশ্চয়ই অনেকটা বাড়াবে।”