সুতপা চৌধুরীর হত্যাকারীর শাস্তির দাবিতে মহিলা সমিতির আন্দোলন বহরমপুরে

এনএফবি, মুর্শিদাবাদঃ‌

সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি বহরমপুরে৷

রবিবার এই মহিলা সমিতির সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। পাশাপাশি তারা রান্নার গ্যাস সহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও সরব হন। এদিন তারা বলেন, “গোটা রাজ্যে যেভাবে খুন, সন্ত্রাস ও ধর্ষণ হচ্ছে তাতে আমারা লজ্জিত। অবিলম্বে রাজ্য সরকার দ্রুত এর ব্যবস্থা নিক। না হলে মহিলা সমিতির এই আন্দোলন জারি থাকবে।”

এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি মহিলাদের দৈনন্দিন জীবনে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এবারে মহিলা সমিতিকেই এগিয়ে আসতে হলো সমাজের সামনে। আন্দোলনের পথে হাঁটতে হলো মহিলাদের।