এনএফবি,জলপাইগুড়িঃ
তিস্তায় জারি হলুদ সতর্কতা।
ব্যারাজ থেকে ছাড়া হলো জল। সিকিমে ভারী বৃষ্টিপাত বাড়তে পারে তিস্তা-সহ জেলার নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হলো অতিরিক্ত জল।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। মেঘের গর্জন পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি জলপাইগুড়িতে, গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৪১.২০ মিলিমিটার,
তিস্তা বারেজ জল ছেড়েছে ১৮২৯.৫৯ কিউসেক।ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দফতর সূত্রে খবর,
আর এর ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। কিছুটা হলেও শীতের আমেজ জেলা জুড়েই।