রিমুভ এটিকে দাবিতে কেঁপে উঠল যুবভারতী চত্বর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ওদের দমিয়ে রাখা যায়নি ওদের দমিয়ে রাখা গেলো না। শ্রীলঙ্কা ব্লু ষ্টারের বিরুদ্ধে মোহনবাগান সমর্থকরা রিমুভ এটিকে স্লোগানের টিফো, ব্যানার নিয়ে মাঠে ঢোকেন। এএফসির নিয়ম অনুযায়ী এটিকে মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে হয়। বারো লাখ টাকা জরিমানা হয়। ফলস্বরূপ ঢাকা আবহনী ম্যাচে ব্যানার, টিফো এই সব নিয়ে মাঠে ঢোকা নিষিদ্ধ ছিল । তবুও প্রায় সাড়ে তিনশো সমর্থক যুবভারতীর সামনের হায়াত হোটেল থেকে যুবভারতীর তিন নম্বর গেট অবধি মিছিল করেন। রিমুভ এটিকের দাবিতে। মেরিনার্সদের বক্তব্য যতদিন তাঁদের দাবি না মানা হচ্ছে ততদিন তাঁদের আন্দোলন চলবে। এদিন রিমুভ এটিকের ব্যানারে ঢেকে যায় যুবভারতী চত্বর। একইসঙ্গে অন্য এক পোস্টারে দেখা যায় মায়ের ভাগ আমরা দিতে চাই না । মোহনবাগান ক্লাবকে নিয়ে একসময় খারাপ মন্তব্য করা এটিকের কুশপুতুল পোড়ানো হয়। সমর্থকরা ফুলঝুড়ি, রঙমোশালও জ্বালান।

সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে মাঠে পোস্টার ঢুকতে না দিয়ে এইভাবে কন্ঠরোধ করে তাঁদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না । যদিও ম্যাচ শেষ হওয়ার পনেরো মিনিট আগে কিছু ব্যানার দেখা যায় মাঠে। যাতে লেখা ছিল আবেগ বিক্রি হয় না।

প্রসঙ্গত মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, তারা এটিকে নাম তোলার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছেন এটিকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে । মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশে আবাহনী ঢাকা লিমিটেডকে ৩-১ গোলে হারাল এটিকে মোহনবাগান। মোহনবাগানের হয়ে হ‍্যাটট্রিক করেন ডেভিড উইলিয়ামস। আবাহনীর একমাত্র গোলদাতা ড্যানিয়েল কলিনড্রেস। এই জয়ের ফলে এএফসি কাপের মূলপর্বে পৌঁছে গেল এটিকে মোহনবাগান।
কলকাতায় মূলপর্বের তিনটি ম‍্যাচে এটিকে মোহনবাগান খেলবে। বসুন্ধরা কিংস, কেরলের গোকুলম ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে। ম‍্যাচ গুলি হবে যথাক্রমে ১৮, ২১ এবং ২৪ মে। এদিন ম‍্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গেই খেলা শুরু করে বাগানের ফুটবলররা। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায়৩২ হাজার দর্শকের সামনে অনায়াস জয় এনে দিলেন জুয়ানের ছেলেরা। প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় জনি কাউকোর পাস থেকে ডেভিড উইলিয়ামস প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি করেন ৩০ মিনিটে। প্রথমার্ধেই হ্যাটট্রিক সেরে ফেলতে পারতেন কিন্তু গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হয়েছেন উইলিয়ামস।

৬১ মিনিটে আবাহনীর ড্যানিয়েল কলিনড্রেস গোল করেন। ৮৫ মিনিটে নিজের ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন ডেভিড উইলিয়ামস।