অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
২০০৪ সালে মুলতান টেস্টের বিতর্কিত ডিক্লারেশন নিয়ে মুখ খুললেন যুবরাজ সিং। সেই টেস্টের প্রথম ইনিংসে ভারত ডিক্লেয়ার করে ৫ উইকেটে ৬৭৫ রানে। সচিন সেই সময় ব্যাট করছিলেন ব্যক্তিগত ১৯৪ রানে। ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়ের সেই সিদ্ধান্ত স্তম্ভিত করে দিয়েছিল ক্রিকেটবিশ্বকে। পরবর্তী সময়ে সচিন নিজেও জানিয়েছিলেন যে, ডিক্লারেশনের সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছিলেন। যুবরাজ বলেন,”খেলার মাঝেই আমাদের দ্রুত রান তোলার বার্তা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ইনিংস ডিক্লেয়ার করা হবে। ও (সচিন) হয়ত আরও এক ওভারের মধ্যেই ৬ রান করে ফেলতে পারত এবং তার পরেও আমরা ৮-১০ ওভার বল করতে পারতাম। আমার মনে হয় না আরও দু’ওভার ব্যাট করলে ম্যাচে তার এমন কিছু প্রভাব পড়ত।”