এনএফবি, মুর্শিদাবাদঃ
স্কুলের দুই শিক্ষিকা বদলি নিয়ে অনত্র চলে যাওয়ায় বন্ধ হতে চলেছে গ্রামশালিকা জুনিয়র গার্লস হাই স্কুল। মঙ্গলবার এই নিয়ে ছাত্রী সহ অভিভাবকেরা স্কুলের শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে।
এদিন ,অভিভাবকরা অভিযোগ তোলেন নিজেদের সুবিধার্থে স্কুলের দুই শিক্ষিকা চলে গেলে বন্ধ হয়ে যাবে স্কুল । ফলে চরম সমস্যায় পড়বে ছাত্রীরা। আমাদের দাবি স্কুলে কোনও শিক্ষক শিক্ষিকা না আসা পর্যন্ত ওই শিক্ষিকাদের থাকতে হবে।
তবে স্কুলের প্রধান শিক্ষিকা বুবাই ঘোষাল জানিয়েছেন, সরকারি ভাবে যে সুবিধা শিক্ষক-শিক্ষিকাদের জন্য রয়েছে সেই সুবিধা পেয়ে আমরা নিজের বাড়ির কাছের স্কুলে যাচ্ছি। আমরা ছাত্রী ও অভিভাবকদের বিষয়টা জানিয়ে অন্য স্কুলে ছাত্রীদের ভর্তির কথা জানিয়েছি যাতে তারা সমস্যায় না পড়েন। এখন সমস্যার সমাধান কি ভাবে হবে এটাই দেখার বিষয় ৷
হাজি আনিসার রহমান, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র