জাতীয়

১৮.৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ফেরাল ওটিং গ্রাম পরিষদ

এনএফবি, নিউজ ডেস্কঃ

ন্যায় বিচারের দাবিতে অগ্রীম ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করল নাগাল্যান্ডের ওটিংয়ের গ্রাম পরিষদ। ১২ ডিসেম্বর এক পত্র মারফৎ এই প্রত্যাখানের কথা ঘোষণা করা হয়েছে। এই পত্রে, অপরাধীদের শাস্তির দাবি করা হয়েছে এবং অগ্রীম ক্ষতিপূরণ বাবদ ১৮.৩ লক্ষ টাকা ফেরতের কথা ঘোষণা করে তারা উত্তর-পূর্ব ভারত থেকে আফস্পা(Arm Force Special Power Act) বাতিলের দাবি তুলেছে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর সন্ত্রাস দমন বিরোধী এক অভিযানে নিরাপত্তারক্ষী বাহিনীর এলোপাথাড়ি গুলিতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে ১৪ জন নিরপরাধী জনতার মৃত্যু হয়। যা নিয়ে গোটা দেশ উত্তাল হয়। সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।