জাতীয়প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

৫ জির সূচনা, প্রযুক্তিগত উন্নয়নে একধাপ এগিয়ে গেল ভারত

এনএফবি,ওয়েবডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতে সূচনা হতে চলেছে ৫ জি পরিষেবার ৷ তথ্য প্রযুক্তির ইতিহাসে যুগান্তকারী ইতিহাসের সৃষ্টি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ৷ দেশের তিন অন্যতম বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও,এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া এক সাথে এইপরিষেবা প্রদানে অঙ্গীকার বদ্ধ হল ৷

কেন্দ্রীয় সরকার মোট ১.৫লক্ষ কোটি টাকার স্পেকট্রাম নিলাম করে ৷৮৮,০৭৮ লক্ষ কোটি টাকার টেলিকম স্পেকট্রাম কেনে জিও ৷ এয়ার টেল কেনে ৪৩,০৮৪ লক্ষ কোটি টাকার স্পেকট্রাম ৷ স্পেকট্রামের অবশিষ্ট অংশ কেনে ভোডাফোন -আইডিয়া ৷ ভারত বর্ষের ইতিহাসে প্রযুক্তির উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হল ৷