ক্রীড়া

খেলার মাঠে ২১ শে নজরকাড়া ঘটনা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

১) অস্ট্রেলিয়ার মাঠে প্রায় জুনিয়র ব্রিগেড নিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ফিরল টিম রাহানে।

2) করোনার পরে প্রথম ঘরের মাঠে সিরিজে ইংল্যান্ড কে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।

৩) লিও লেন মেসির সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন হল বার্সেলোনার। পি এস জি তে গেলেন এল এম টেন।

৪) মেসির মত রোনাল্ডোও ফেরেন তার পুরোনো ক্লাব ম্যান ইউতে।

৫) দেশের হয়ে ট্রফির খরা কাটালেন মেসি, কোপা আমেরিকা জিতে।

৬) ইউরো জিতে নিল ইতালি।

৭) ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল নিউজিল্যান্ড।

৮) টোকিও অলিম্পিকে রেকর্ড সাত পদক ভারতের।

৯) টোকিওতে ব্যক্তিগত বিভাগে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জিতলেন নীরজ চোপড়া।

১০) প্যারা অলিম্পিকেও ১৯ পদকের রেকর্ড ভারতের।

১১) ধোনির নেতৃত্বে চতুর্থ বার আই পি এল জয় চেন্নাই সুপার কিংসের।

১২) প্রথম বার টি ২০ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

১৩) ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীর জায়গায় এলেন রাহুল দ্রাবিড়।

১৪) বিরাট কোহলিকে সরানো হল সীমিত ওভারের ক্যাপ্টেন্সি থেকে।

১৫) চল্লিশ বছর পরে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং।

১৬) দ্বিতীয় বার আই এফ এ শিল্ড চ্যাম্পিয়ন হল রিয়াল কাশ্মীর।