এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ
তুলনামূলক বিচারে গতকালকের চেয়ে আজ দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০৮ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জন আক্রান্তর। একই সময়ে সুস্থ হয়েছেন ৬১৫ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। আজকের হিসাব অনুযায়ী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭,৬৭০ জন। আক্রান্তের হার ১.২১ শতাংশ। আজ পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৬,১৮,০১৬জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫,৯০,৮২৩ জন। মোট মৃতের সংখ্যা ১৯,৫২৩ জন।
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক বুলেটিন