অঞ্জন চ্যাটার্জী,এনএফবিঃ
অফ ফর্ম থাকার জন্য তার মুম্বাই টেস্টে বাদ পড়ার সম্ভবনা ছিল। কিন্তু একপ্রকার শেষ সুযোগ পেয়েই শতরান করে নিজেকে প্রমাণ করলেন ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল।এদিন বৃষ্টির জন্য খারাপ আউট ফিল্ডের কারণে ২ ঘন্টা দেরিতে শুরু হয় খেলা।টস জিতে ব্যাটিং নেন বিরাট কোহলি। ময়াঙ্ক আগরওয়াল ও শুভমান গিলের ওপেনিং জুটিতে ওঠে ৮০। এরপর ৮০ রানের মাথাতেই আউট হন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। কিন্তু উইকেটের অপর প্রান্তে অবিচল ছিলেন ময়াঙ্ক। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৭০ ওভারে চার উইকেটে ২২১। ১৪টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৪৬ বলে ১২০ রানে অপরাজিত আছেন ময়াঙ্ক। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৩ বলে ২৫ রান করে অপরাজিত ঋদ্ধিমান। ১০টি মেডেন-সহ ২৯ ওভারে ৭৩ রান দিয়ে চার উইকেটই নিয়েছেন মুম্বাই-জাত আজাজ প্যাটেল।