ক্রীড়া

প্রকাশ পেল ৮৩ ট্রিজার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের বায়োপিক কপিল ডেভিলসের বায়োপিক মুক্তি পেল। যে ছবিতে রণবীর সিং কপিলের ভূমিকায় অভিনয় করবেন। ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই ট্রেলর ইতিমধ্যেই দেশ ও দেশের বাইরে ঝড় তুলেছে। পরিচালক কবির খান, সিনেমার সঙ্গে যুক্ত থাকা কাপ জয়ী দলের অন্যতম সদস্য। পরিচালক কবির খান সিনেমার সঙ্গে যুক্ত পরিশ্রম ও নিখুঁত কাজ পুরো ট্রেলরের পরতে পরতে ছড়িয়ে রয়েছে। রুপোলি পর্দার সব চরিত্রগুলো যেন আমাদের ৩৮ বছর আগে নিয়ে যায়। কপিল দেব থেকে সুনীল গাভাসকর, মহিন্দর অমরনাথ থেকে কৃষ্ণামাচারি শ্রীকান্ত। তাঁদের খেলার ধরণ, আদব কায়দা সবকিছু একেবারে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ৩ মিনিট ৪৯ সেকেন্ডের এই প্রচার ঝলক শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে। টানব্রিজ ওয়েলসের সেই ম্যাচে কপিলের অপরাজিত ১৭৫ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে চিরকালীন জায়গা করে নিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

YouTube player