এনএফবি, পশ্চিম মেদিনীপুর
শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে আহত প্রায় জন। ব্লক যুব সভাপতির অনুগামীদের সাথে সংঘর্ষ ব্লক সভাপতির অনুগামীদের।
সোমবার বিকেলের পর কেশপুরের শাকপুর এলাকায় চা দোকানে বসে ছিল কেশপুর ব্লকের যুব তৃণমূল সভাপতির অনুগামীরা।অভিযোগ সেই সময় তাদের লক্ষ্য করে গালাগালি করে ব্লক তৃণমূল সভাপতি অনুগামীরা। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনায় আহত হয়েছে দু’পক্ষের সাত জন। এদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়। দলীয় স্তরে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। অন্যদিকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী।