এনএফবি,মুর্শিদাবাদঃ
ফরাক্কার দাদনটোলা গ্রামের কৃষক ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে নেমে সকাল সাড়ে নটা নাগাদ দাদনটোলা গ্রাম যান তিনি। কৃষি জমি ও বাগানের উপর দিয়ে হাইটেনসন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে কথা বলার পাশাপাশি সাধারণ মানুষের কাছে জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে সরব হন নওশাদ। পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ সার্বিক বিষয় নিয়ে জনগণের সঙ্গে কথা বলেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দিতে ঝাড়খন্ডের গোড্ডা হয়ে ফরাক্কার উপর দিয়ে আদানী গোষ্ঠীর হাইটেনসন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কার দাদনটোলা গ্রামে। পুলিশের সঙ্গে জনতার কার্যত যুদ্ধ বেঁধে যায়। লাঠিচার্জেরও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সংঘর্ষে জখম হয় দুই পুলিশ কর্মী ও বেশ কয়েকজন গ্রামবাসী। জেলা পরিষদের সদস্য আসিফ ইকবালের সঙ্গে পুলিশের বচসাও হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে কাজ শুরু করে আদানি গোষ্ঠী। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। মঙ্গলবার সেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।