এনএফবি, বিধাননগরঃ
বকেয়া ডিএ’র দাবিতে বিকাশ ভবনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ। ২৮টি সরকারি কর্মচারীদের সংগঠনের ডাকে যৌথভাবে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি দফতরে। বুধবার সরকারি কর্মচারীরা বিরতির সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করলেন সল্টলেকের বিকাশ ভবনে। পাশাপাশি তাদের ন্যায্য দাবিতে অংশীদার হওয়ার জন্য আবেদন জানালেন আন্দোলনকারীরা।
এ দিন আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল বলেন, ” ডিএ আমাদের ন্যায্য দাবি। ডিএ বেতনের অবিচ্ছেদ্য অংশ। সরকার দীর্ঘদিন ধরে ডিএ আটকে রেখেছে। আশা করছি মার্চ মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে রায় দেবে এবং সরকার ডিএ দিতে বাধ্য হবে।”