ক্রীড়া

প্রয়াত ফুটবলার পরিমল দে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

খারাপ খবর কলকাতা ময়দানে। প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন তিনি অ্যালজাইমারে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার রাত ১২.১৫ মিনিটে কসবায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭০ আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিপক্ষে গোল ছিল পরিমল দে-র। ১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবেঙ্গলে সই করেছিলেন পরিমল। টানা ৬ বছর লাল-হলুদে খেলেছেন তিনি। খেলতেন ফরোয়ার্ড পজিশনে। ১৯৬৮ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হন তিনি।

ময়দানে জংলাদা নামেই খ্যাত হয়ে উঠেছিলেন। ২০১৪ সালে তাঁকে জীবনকৃতি সম্মান দেয় ইস্টবেঙ্গল।১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের নায়ক হয়ে গিয়েছিলেন পরিমল দে। ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে তাঁর করা একমাত্র গোলেই হারায় ইস্টবেঙ্গল। ঐতিহাসিক শিল্ড চ্যাম্পিয়নের সেই মুহূর্ত অমলিন লাল-হলুদ সমর্থকদের কাছে। সেই ম্যাচে শুরু থেকে খেলেননি তিনি।পরিবর্ত হিসেবে মাঠে নেমেই জয়সূচক গোল করেন। সমর্থকদের কাঁধে চেপে মাঠ ছেড়েছিলেন।