জেলাফিচার

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলি, আহত ১ বাংলাদেশী যুবক

এনএফবি, কোচবিহারঃ

ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত ১ বাংলাদেশী। ধৃত ওই পাচারকারী বাংলাদেশী যুবকের নাম আলম হোসেন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গার খাতা খাগড়িবাড়ি এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী ওই এলাকায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই বাংলাদেশী যুবককে আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, চোঙ্গারখাতা খাগড়িবাড়ির সীমান্তবর্তী এলাকায় গরু পাচারের উদ্দেশ্যে জমায়েত হয় প্রায় ১০ জনের একদল পাচারকারী। আর সেই সময় পাচারে বাধা দিলে বিএসএফের উপর আক্রমণ চালায় পাচারকারীরা। সেই সময় জীবন রক্ষার্থে বিএসএফ জওয়ানরা গুলি চালালে বাকিরা পালিয়ে গেলেও একজন পাচারকারীর পায়ে গুলি লাগে। গুরুতর অসুস্থ হওয়ায় প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।