এনএফবি, জলপাইগুড়িঃ
দীর্ঘ সাত বছর পর আবার জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রটি চালু হবার আশা দেখা যাচ্ছে। ২০১৫ সাল থেকে বন্ধ ছিল এই কেন্দ্রটি। যা পুনরায় চালু করায় উদ্যোগ নিল জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের উদ্যোগে সোমবার জলপাইগুড়ির যোগেশ চন্দ্র মেমোরিয়াল সভা ঘরে অনুষ্ঠিত হয় এই উচ্চ পর্যায়ের বৈঠক।
বৈঠক শেষে ইন্ডিয়ান টি প্লান্টার্স অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ জোনের সম্পাদক সুমিত ঘোষ জানান, এই অঞ্চলের আর্থ সামাজিক অবক্ষয় রোধের জন্য প্রয়োজন দ্রুত জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রটিকে পুনরায় চালু করা।
এ দিন বৈঠকে উপস্থিত ছিলেন চা উৎপাদক সংস্থা, বিক্রেতাদের সংগঠন সহ ভারতীয় চা পর্ষদের পদস্থ আধিকরিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার ক্ষুদ্র চা-চাষী সংগঠণের প্রতিনিধিরা।