জেলা

ভরাট রুখতে তদন্ত কমিটির বিল পরিদর্শন

এনএফবি, মালদাঃ

চাতরা বিল ভরাট রুখতে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছিলেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া। বিভিন্ন দফতরের প্রতিনিধি নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অবশেষে আজ চাতরা বিল পরিদর্শন করে ওই তদন্ত কমিটি। এই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন রাজ্য সরকারের প্রিন্সিপ্যাল সেক্রেটারি নীলম মীনা। প্রথমে ওই তদন্তকারী দল জেলা প্রশাসনিকভবনে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে। পরে ইংরেজবাজার পুরসভার ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে চাতরা বিল পরিদর্শনে যায়। তবে এ নিয়ে জেলা প্রশাসন কিংবা ওই তদন্তকারী দলের সদ,স্যরা কোনও মন্তব্য করতে রাজি হননি।