এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
কোলাঘাট, হলদিয়ার পর পাঁশকুড়ায় এই প্রথম সমবায় সমিতির দখল করল সিপিএম। পাঁশকুড়ার যশোড়া কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি নির্বাচনে জিতলো সিপিএমের প্রার্থী জয় জয়কার।
জেতার পর সিপিএম নেতা বলেন যে সাধারণ মানুষ পুনরায় সিপিএমের দিকে মুখ ফেরানোয় তারা খুব খুশি। একের পর এক সমবায় সমিতি তারা, জিতছে এর থেকে বোঝা যায় সাধারণ মানুষ তৃণমূলকে সরিয়ে পুনরায় বিজেপিকে আনছে। যদিও তৃণমূল দাবি করেন যে বিজেপি সিপিএম জোট বেঁধে ভোট করেছে।
জানা গেছে, সমবায় মোট আসন ৯টি, সিপিএম ৯টি, তৃণমূল কংগ্রেস ৯টি, বিজেপি ৪টি প্রার্থী দেয়। তবে ভোট ফলাফল জানা যায় যে তৃণমূল কংগ্রেস পায় ৪টি, সিপিএম৫টি ও বিজেপি ০।
পাশাপাশি বিধানসভা ভোটে বিজেপিকে ভোট ভাগ করে দেওয়া হয়েছিল, সমবায় ভোটে সিপিএম বিজেপির কাছ থেকে পুনরায় ভোট ফিরিয়ে আনতে পেরেছে এতে তারা খুশি বলে জানান।
একইসঙ্গে তৃণমূল জানিয়েছে, সমবায় সমিতিতে সিপিএম জিতলেও বোর্ড গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দল। তাই সেটা কিভাবে কোন উপায়ে হবে তা সাধারণ মানুষ বোর্ড গঠনের দিন দেখতে পাবেন বলে জানা গেছে।