জেলা

সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী বিভ্রাট, ফল প্রকাশের পর আবির খেলা দু’পক্ষের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

সম্পন্ন হলো আশুরালী-পাইকপাড়ী সমবায় সমিতির নির্বাচন। রবিবার সকাল ১০টা থেকে ভোট পর্ব শুরু হয় ও শেষ হয় দুপুর ২ টা। মোট ১২ টি আসনের ৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। তবে জয়ী প্রার্থীদের বিভ্রাট দেখা দেয়। তৃণমূলের প্রার্থী শক্তিপদ সরকারের নামের পাশাপাশি বামেদের গণতান্ত্রিক সমবায় উন্নয়ন মঞ্চের প্রার্থীর নাম থাকে। অন্যদিকে বিজেপির দাবি ওই প্রার্থী তাদের। সব মিলিয়ে আজ ৯টি আসনে ভোট পর্ব চলে। ভোটার ছিলো প্রায় ৪৫।
তবে ভোট প্রকাশের পরও দু’রকম চিত্র ধরা পড়লো। জানা গেছে, তৃণমূলের দাবী ১২ টি আসনের মধ্যে ১০ টি আসন তাদের সংগ্রহে। বিজেপি ১ টি ও বামেদের গনতান্ত্রিক সমবায় উন্নয়ন মঞ্চের ১ টি। এরপরেই তৃণমূলের পক্ষ থেকে চলে আবির মেখে বিজয় উল্লাস। অন্য দিকে বিজেপিও মেতে ওঠে উল্লাসে। তাদের দাবি বোর্ড গঠনের দিন তাদের প্যানেল থেকে জেতা প্রার্থীদের নিয়ে তারা বোর্ড গঠন করবে। পাশাপাশি জানা গেছে ওই বোর্ডে বিজেপির ৬ টি ও বামেদের ১টি মোট ৭ টি আসন নিয়ে বোর্ড গঠন করবে। চূড়ান্ত ফলাফলের জন্য বোর্ড গঠনের দিনের অপেক্ষায় সকলে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।