এনএফবি, মুর্শিদাবাদঃ
সারা দেশের সঙ্গে মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। শনিবার সকালে জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গে সদর শহর বহরমপুরের মসজিদে মসজিদে ইদের নামাজে সামিল হন ধর্মপ্রাণ ইসলাম সম্প্রদায়ের মানুষেরা।একমাস ব্যাপী রমজানের রোজার শেষ করে এ দিন নতুন পোষাক পরিধান করে সংঘবদ্ধ ভাবে ইদের নামাজে অংশগ্রহণ করে তারা।
বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ইদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গনে মেতে ওঠেন। তারপর ধর্মীয় রীতি মেনে শুরু হয় আজান। মুসলিম সম্প্রদায়ের মানুষজন জানিয়েছেন, আজ তারা এই খুশির ইদে আপন মানুষজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে খাবারের আয়োজন করে। সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেবে। এদিন ইদগাহ ময়দানে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী।