জেলা

মেলেনি চাকরি, হাতির হানায় মৃত পরিবারের সদস্যদের আন্দোলনে বাধা

এনএফবি,জলপাইগুড়িঃ

চাকরির দাবিতে আন্দোলনে বাধা দিল প্রশাসন । এক বছর আগে হাতির হানায় বনাঞ্চল এলাকায় বেশ কয়েকটি পরিবারের সদস্যরা কাজ করার সময় প্রাণ হারায়। সেইসব পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস সরকার দিয়েছিল। বহুবার আন্দোলন করেও কোনো সুরাহা না হওয়ায় এবার সেই সব পরিবারের সদস্যরা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়ালো ।

আন্দোলনকারী ৷ নিজস্ব চিত্র

জানা গেছে ,হাতির হানায় বনাঞ্চল এলাকার বেশ কিছু পরিবারের প্রায় ৮৫ জন মারা যায় এবং মারা যাওয়ার পর তাদের পরিবারের কোনো এক সদস্যকে চাকরি দিতে হবে, এই দাবি জানায় পরিবারের সদস্যরা। কিন্তু তাদের বক্তব্য, সরকার তাদের চাকরি দেওয়ার নামে অনেক সময় ব্যয় করছে , তবু চাকরি মেলেনি ৷ তাই এবার তারা সপরিবারে এসপি অফিসে অনশনে বসবে বলে ঠিক করেছে । কিন্তু বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়ি পাহাড়পুর এলাকাতেও পুলিশ তাদের আটক করে নিয়ে আসে এসপি অফিসে। তাদের দাবি মৃত পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছে, তাই চাকরি তাদের দিতে হবে।

যদিও পুলিশ পাহারা দিয়ে এসপি অফিসে তাদের নিয়ে যায়। এখন আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই দেখার বিষয় ৷