এনএফবি, মুর্শিদাবাদঃ
বিরোধী দলের প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে রানীনগর থানা এলাকায়। ঘটনায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী স্থানীয় রানীনগর-২ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছে।
জানা গেছে, রানীনগর-১ ব্লকের ১৪নং আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী কুদ্দুস আলি। কুদ্দুস প্রার্থী হওয়ার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। শুক্রবার চাকরানপাড়ায় কংগ্রেস কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠে। সেই অভিযোগ উড়িয়ে পাল্টা কংগ্রেসের উপরেই অভিযোগ করে তৃণমূল। ওই ঘটনার পর এই এলাকায় শনিবার দুপুরে মিছিল করে কংগ্রেস। এরপর বিকেল হতেই রানীনগর থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে অবস্থিত কংগ্রেস প্রার্থী কুদ্দুস আলীর বাড়িতে ভাঙ্গচুর চালায় তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন খোদ তৃণমূলের রানীনগর-২ ব্লক সভাপতি শাহ আলম সরকার, যুব সভাপতি মিজান হাসান সহ তার দলবল বলে অভিযোগ আক্রান্তের। বাড়ির গেট থেকে রান্না ঘর, বেডরুম- সহ একটি বাইক ভাঙ্গচুর করে বলে অভিযোগ। পুলিশের সামনেই ভাঙ্গচুর হয়েছে বলেও অভিযোগ কংগ্রেস প্রার্থীর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্লক যুব সভাপতি মিজান হাসান। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।