এনএফবি, নিউজ ডেস্কঃ
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জনসভা থেকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। যা আজ সত্য বলে প্রমানিত হল। বাতিল হল প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরের মনোনয়ন।
আইপিএস পদ থেকে ইস্তফা দিয়ে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন দেবাশীষ। কিন্তু রাজ্য সরকারের তরফে মেলেনি ছাড়পত্র। মনোনয়ন জমা দেওয়ার সময় সেই ছাড়পত্র জমা দিতে পারেননি তিনি।
আর এর জন্যই মনোনয়ন বাতিল হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান প্রার্থী। তবে দেবাশীষ আইনি পরামর্শ নিচ্ছেন। উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ তারিখ বীরভূমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, আইপিএস-এর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়া দেবাশীষ ধরকে এখনও ‘নো ডিউস’ দেয়নি রাজ্য। কিন্তু, মনোনয়ন জমার সময় তা জমা দেওয়া বাধ্যতামূলক। ইতিমধ্যেই এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে দেবাশিস ধরের বিকল্প প্রার্থী দিয়েছিল বিজেপি। মনোনয়ন জমা দিয়েছেন দেবতনু ভট্টাচার্য।